Showing posts with label লেডি গাগার পতন lady gaga falls. Show all posts
Showing posts with label লেডি গাগার পতন lady gaga falls. Show all posts

Thursday, July 9, 2015

লেডি গাগার পতন (lady gaga falls)

মোনাকোর ‘সালে দে এতোয়েল’ প্রেক্ষাগৃহ। পরনে ছিল একটি লম্বা ‘ড্রেস’। সহ-গায়ক টনি
বেনেটের সঙ্গে স্টেজ মাতাছিলেন পপ গায়িকা লেডি গাগা। লম্বা গাউনে পা জড়িয়ে আচমকাই স্টেজের উপর পড়ে যান
গায়িকা। তবে সঙ্গে সঙ্গেই উঠে পড়েন তিনি এবং বাকি অনুষ্ঠান আর কোনও অঘটন ছাড়াই শেষ হয়। ‘চিক টু চিক’ অ্যালবামের নামানুসারে এই অনুষ্ঠানের আয়োজন হয় মোনাকোয়। দুই শিল্পীর ‘জয়েন্ট’ অ্যালবাম প্রোমোট করার জন্যই ইউরোপের নানা জায়গায় পারফর্ম করতে দেখা গিয়েছে লেডি গাগা ও টনি বেনেটকে। চলতি বছরের অগস্টে এই প্রোমোশনাল ট্যুর শেষ হওয়ার কথা।
স্টেজে পারফর্ম করার সময় এমন বিপত্তির মুখে পড়েছেন অনেক শিল্পীই। যার মধ্যে বেশিরভাগ সময় নাম উঠে এসেছে হিপহপ স্টার রিহানার। গত এপ্রিলেই ফ্রান্সের মার্সেইতে লা ডোম প্রেক্ষাগৃহে শো চলাকালীন পড়ে যান রিহানা। হাই হিল জুতোয় দৌড়তে গিয়ে অঘটন ঘটে। তবে লেডি গাগার মতো রিহানারও সে ভাবে কোনও আঘাত লাগার খবর পাওয়া যায়নি।